দরকার

 নুদরত ফিজা


দরকার শেষ,

কাজ শেষ'

মানুষের সঙ্গে আলাপ শেষ।

পৃথিবীটাই এইরকম। 

বোকা হয়ে আবার ভাবছি

বোকা হওয়া এবার মনে হয় শেষ ।

 

কাজ নেই যখন

আমি নেই তখন,

কাজ দরকার আসবে যখন

আমায় মনে পড়বে তখন।

 

আবার বোকা হয়ে যাব,

একটু হেসে আবার নেব;

কাজ যখন আসবে

ঠিক তখন নিশ্চই  ডাকবে।

সব যখন পূরণ হবে

হাসি মুখে বিদায় দেবে।

 

ক্ষণিকের আনন্দে আত্মহারা

মন হয়ে যায় বেপরোয়া;

আহা, সবাই কত আমায় ভালোবাসে-

সর্বহারা করার আগে।

 

মুখ থুবড়ে পড়লাম যখন

বাবা হাত ধরে তুললো তখন,

বললো মৃদু হেসে 'মা কি হলো

আমি তো আছি তোর কাছে সর্বক্ষণ'।

*প্রাক্তন ছাত্রী, ২০২২

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পায়ে পায়ে প্রাসাদ নগরী...

এঞ্জেলবার্গের তিনটি দিন

সময়